প্রবারণা
পূর্ণিমা
জাপান প্রবাসী
বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধপূজা,
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তারিখ: ৩১
অক্টোবর, রবিবার, ২০১০
স্থান: শিমিজু
চিইকি সেন্টার, ইতাবাশি-কু, টোকিও
অনুষ্ঠানসূচি:
বুদ্ধপূজা:
সকাল ১০টা
ভিক্ষুদের
পিন্ডদান: সকাল ১১টা
মধ্যাহ্নভোজ:
দুপুর ১২টা থেকে ২টা
আলোচনা:
দুপুর ৩টা
সাংস্কৃতিক
অনুষ্ঠান: বিকেল ৫টা, পরিবেশনায় উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী
পথনির্দেশ:
ট্রেন
তোয়েই মিতা-লাইন,
মোতো হাৎসুনুমা স্টেশন (নিশিগুচি), বাহির পথ এ-৩, এ-৪, ডান দিকে হেঁটে ৩ মিনিট
বাস:
আকাবানে
স্টেশন (নিশিগুচি) থেকে ১০ মিনিট, শিমিজু-চোও বাস স্টপে নামতে হবে
ইকেবুকুরো
স্টেশন (নিশিগুচি) থেকে ২০ মিনিট, শিমিজু-চোও বাস স্টপে নামতে হবে
যোগাযোগ:
০৯০-৬০১১-৮৩৩৯,
০৯০-৩৫৩৭-৬৬৯৫, ০৯০-৬০১০-৪১৬৬, ০৯০-২৩২৫-২২৫০
উত্তরণের
২২তম প্রতিষ্ঠা বার্ষিকী
উত্তরণ সাংস্কৃতিক
গোষ্ঠীর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে।
তারিখ: ১৪
নবেম্বর, রবিবার, ২০১০
স্থান: মিনামি
ওৎসুকা হল
সময়: বিকেল
৪টা
পথনির্দেশ:
ট্রেন
জে আর ইয়ামানোতে
লাইন, ওৎসুকা স্টেশন, দণি বাহির পথ থেকে হেঁটে ৫ মিনিট
তোদেন (ট্রাম)
আরাকাওয়া লাইন, ওৎসুকা-একিমায়ে স্টেশন, হেঁটে ৫ মিনিট
সাবওয়ে মারুরোউচি
লাইন, শিন-ওৎসুকা স্টেশন, হেঁটে ৮ মিনিট
যোগাযোগ:
রতন (০৮০-৩৫৪০-৬৪৩৩), বাচচু (০৯০-১৬৯৪-৫৬৩৬), বাপ্পা (০৯০-৬৪৯৫-৯৯৪৫)
Editor : Probir Bikash
Sarker
Powerd by Manchitro Publishers, 2010 Copyright © All Rights Reserved.